ভারত 1 আগস্ট থেকে এক মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (UNSC) তে নেতৃত্ব করবে। এর সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শ্রী #নরেন্দ্র_মোদী। তিনি হবেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি এটি করবেন।

মোদী বিরোধী জোটের প্রবল বিরোধ থাকা সত্ত্বেও , উত্তর প্রদেশের মির্জাপুরে শুরু হয়ে গেল মা বিন্ধ্যবাসিনী মন্দিরের “#বিন্ধ্যাধাম_করিডোর”।🥰 এবার পুণ্যার্থীদের আর ছোট ও সরু ঘিঞ্জি গলি অতিক্রম করে গঙ্গায় যেতে হবে না। রাম মন্দির এর পর, এটাও হিন্দুদের জন্য একটা সারপ্রাইজ প্রোজেক্ট। মোট খরচ আনুমানিক ৩৩১ কোটি। মন্দির চত্বরে অবৈধ ভাবে নির্মান, এমন ৯২টি দোকান ও বিল্ডিং খালি করানো হয়েছে। আশা করা হচ্ছে, এই বছরের অক্টোবর নাগাদ কাজ সম্পূর্ণ হয়ে যাবে। 👇👇⭕⭕ বিঃ দ্রঃ গত চার বছরে উত্তর প্রদেশে ৩০ টি মেডিকেল কলেজ তৈরি হয়েছে। ⭕⭕ গত দুই বছরে উত্তর প্রদেশে ৮৬৫ কিমি রাস্তা তৈরি হয়েছে। খরচ ৬২১৮ কোটি। ৩১টি মেজর প্রোজেক্ট চলমান রয়েছে, যার খরচ হবে ১৯,৪৩৬ কোটি। এছাড়া ১০ টা NH প্রকল্প NOC এর জন্য অপেক্ষা করছে। ◾◾তাই অযথা পাগলের মতো….” এই টাকায় কত হাসপাতাল হতো,, স্কুল হতো,, গরিব মানুষ, ভাত দে, এটা দে, ওটা দে..” দয়া করে সেই বস্তাপচা লজিক নিয়ে মাথা গরম করাতে আসবেন না।#Blue_Aither🙏💐🎉🚩🇮🇳🇮🇳@ভারতের শঙ্খধ্বনি

একজন উঠবে একজন নামবে এটাই রাজনীতির নিয়ম। 2014 তে নিজের ক্ষমতায় জিতেছিলেন তাই একজন প্রথম থেকেই এই মানুষ টিকে সহ্য করতে পারতেন না। মন্ত্রীত্ব যাওয়ার পর রাজ্যে সাংগঠনিক ভাবে কাজ করতে চেয়েছিলেন কিন্তু উনি চাইলে কি হবে যার লবি অত্যন্ত মজবুত তিনি তো বিকল্প খুঁজে পেয়েছেন। তাই দলে থেকে বার বার অপমানিত হওয়ার থেকে। রাজনীতি থেকে সন্মানের সাথে বেরিয়ে আসাটাই ঠিক মনে করেছেন।

তৃণমূল নেতা মন্ত্রীদের দৌরাত্ম্যে পশ্চিমবঙ্গের সর্বত্র, জমি দখল, পুকুর ভরাট ,বেআইনি বহুতল নির্মাণ চলছে, রাজ্যের পুরকর্তা এ প্রসঙ্গে চুপ কেন ?

এই বিশাল পরিমাণ এর ভ্যাকসিন তাহলে কি পাচার করা হয়েছে? নাকি দেশের টিকাকরণ প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার জন্য কালোবাজারি করে টিকা অসাধু লোকদের হাতে পৌঁছে দেওয়া? নাকি এই ভ্যাকসিন নষ্ট হয়ে গেছে ? সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলে এ কোন খেলায় মেতেছে তৃণমুল ?

মেদিনীপুর জলে ভাসছেকিন্তু এনার দেখা নেই। কেউ সন্ধান পেলে খবর দিন এনার#জুন_নিখোঁজ

উন্নয়ন যখন চরমে পৌঁছে যায়।বাংলা যখন নিজের মেয়েকে চাই।কলকাতার শিক্ষিত ‌বাবুরা তখন উন্নয়নের জোয়ারে ঘরের দুয়ারে হাবু ডুবু খাই। একটাই দুঃখ কলকাতার মানুষ কে বাঁচাতে দিলো না 😥# pranay jana

Our Government has taken a landmark decision for providing 27% reservation for OBCs and 10% reservation for Economically Weaker Section in the All India Quota Scheme for undergraduate and postgraduate medical/dental courses from the current academic year. This will immensely help thousands of our youth every year get better opportunities and create a new paradigm of social justice in our country.

#help 😭 plese আমার নাম প্রণয় জানা আমি পশ্চিমবঙ্গের গোপগড় গ্রাম এর বাসিন্দা আমার বাবার নাম বিদ্যুৎ জানা ক্যান্সার রোগী মাসে তেরো চৌদ্দ হাজার টাকার ওষুধ খেতে হয় প্রচুর টাকার সমস্যা হচ্ছে কেউ দয়া করে যদি কিছু টাকা সাহায্যের হাত বাড়িয়ে নিতে খুব ভালো হতো ।। করুনার জন্য আমারও কাজ চলে যায় খুব খারাপ অবস্থা বাড়ির। 😣😭😭😭😭💰🇮🇳🫂🙏🙏🙏🙏🙏🙏

Design a site like this with WordPress.com
Get started