আইএনএস ভিক্রান্ত ফ্যক্ট লিস্ট 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 ⚓⚓⚓⚓♦ ওজনে ৪০,০০০টন আইএনএস ভিক্রান্ত ভারতের তৈরি প্রথম ক্যরিয়ার। ♦ ক্যরিয়ার নির্মান ওয়ারশিপ বিল্ডিং এর ক্ষেত্রে সব থেকে কমপ্লেক্স প্রোজেক্ট। ভারত ক্যরিয়ার নির্মানে সক্ষম অর্থাৎ ভার্চুয়ালি ভারত যেকোনো জাহাজ বানাতে সক্ষম। ♦ ভিক্রান্ত ৭৬শতাংশ ভারতের তৈরী।♦ এর স্টিল স্পেশাল ভাবে তৈরি করেছে ডিআরডিও যা পৃথিবীর অন্যতম সেরা ম্যটেরিয়াল। এই স্টিলের নাম DMR‐ 249B। যা একধারে যেমন নির্মানে সহজ আর কম খরচে তৈরি করা যায় তেমন এতে রাস্টিং এর সমস্যা কম। ♦ এটি তৈরি করতে ১২বছরে ২৩,০০০কোটি টাকা খরচ হয়েছে। ♦ জাহাজে ব্যবহারের জন্য যে পরিমানে ভিদ্যুৎ উৎপাদন হয় তার মোট পরিমান গোপনীয়। কিন্তু ভিক্রানের অফিসারের বয়ান অনুযায়ী এই পরিমান বিদ্যুৎ দিয়ে কোচী শহরের অর্ধেকাংশ আলোকিত করা যাবে। ♦ এতে ২,৬০০কিমির কেবল (তার) ব্যবহার হয়েছে। ♦ যে পরিমান স্টিল ব্যবহার হয়েছে তাতে তিনটি আইফেল টাওয়ার বানানো যাবে। ♦ এই জাহাজে মেডিকেল কমপ্লেক্স সহ দুটি অপরেশান থিয়েটার আছে। ♦ মোট ২০০০ক্রু মেম্বার থাকবে জাহাজে। ♦ শিপটিকে নিউক্লীয়ার থ্রেস হোল্ডের সীমায় রাখা হয়েছে। অর্থাৎ কোনো কারনে এই জাহাজ যদি ডুবিয়ে দেয় কোনো দেশ সেক্ষেত্রে ভারত পরমানু অস্ত্রের ব্যবহার সেই দেশের বিরুদ্ধে করতে পারে। ♦ মোট ডেক ১০,০০০বর্গ মিটারের। বলতে পারেন ফ্লোটিং আইল্যন্ড♦ মোট ৩০টি ফিক্সড উইং ফাইটার আর রোটেরি উইং (হেলি) ক্যরি করতে পারে। ♦ ফাইটার টেকঅফ করতে দুটি রানওয়ে আছে একের পর এক দুটি ফাইটার উড়ানের জন্য। ♦ দুটি রেডার আছে, একটি এস ব্যন্ডের ELM-2248 MF-STAR (৪৫০+কিমি) আর একটি এল ব্যন্ডের RAN-40L এয়ার সার্ভেইল্যন্স রেডার যার রেঞ্জ ৪০০কিমি। হ্যাঁ ফায়ার কন্ট্রোল রেডারের রেঞ্জ এয়ার সার্ভেইল্যন্সের চেয়ে বেশি। ♦ ৬৪টি ১০০কিমি রেঞ্জের বারাক-৮ এয়ার ডিফেন্স (ব্যক্তিগত ভাবে আমার সব থেকে পছন্দের এয়ার ডিফেন্স) আর ৪টি একে-৬৩০ CIWS!♦ স্যটেলাইট কভিউনিকেশানের সাথে সি ব্যন্ডেল লাইন অফ সাইট কমিউনিকেশান লিংক আছে। ♦ শক্তি ইলেকট্রনিউক ওয়ারফেয়ার সুইট। ♦ ভিক্রান্তের ক্যরিয়ার ব্যটেল গ্রুপ তৈরি হলে তাতে দুটি কোলকাতা বা ভিশাখাপত্তনাম ক্লাস ডেস্ট্রয়ার আর তিনটি স্টেল্থ ফ্রিগেট সহ দুটি সাবমেরিন থাকার কথা। এই পরিমান ফায়ার পাওয়ারের সাথে ভিক্রান্ত খুব শহজেই পৃথিবীর ৮০ শতাংশ দেশের নেভাল ফ্লিটকে গুড়িয়ে দিতে পারে। ♦ এটি একবার জ্বালানী ভরে ১৫,০০০কিমি পথ পাড়ি দিতে পারে। ♦ সর্বোচ্চ গতী ৫৬কিমি প্রতি ঘন্টা। . | #ADMIN_DARK |♠© The Great Indian Defence News In Bengali.

Published by moon DJ studio

https://wbsfda.org/

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started