#ঘরের_কাছে_আরশিনগর🌿গ্রামের বাড়ির মাঠ , পুকুরঘাট , ধান জমি , শ্যালোর জল , পানের বরোজ , শীতের সব্জি ওঠা মাঠ আর সবচে প্রিয় গোলাপ ক্ষেত …. আমাদেরই একটুকরো জমিতে সীতা কাকা গোলাপ চাষ করে …. মাঠে যখন গেছি ওরা বাপছেলেতে মিলে ফুল তুলতে ব্যস্ত …. রাতের গাড়িতে ফুল হাটে যাবে …. গোধূলির আলো মাখা চোখে যতদূর চাই লাল-হলুদ-গোলাপি হরেক রঙের থোকা থোকা ফুলে ফুলে আলো আলো চারধার …. নিকানো লেবুর বাগান ফুলের মিষ্টি গন্ধে উতাল …. কাঁচা পাকা ধানেরা হাওয়ার সাথে সাথে পাল্লা দিয়ে সাতকাহনী গল্পের আসরে ভুলেছে সময়ের হিসাব …. অস্তমিত সূর্যের চা রং আলো ওম জড়িয়ে দিচ্ছে ওদের পিঠে …. সর্ষের ক্ষেতগুলোতে সবে মাত্র ফুল এসেছে …. সুন্দর পৃথিবীতে চোখ মেলে বেজায় খুশি বাসন্তী হলুদ ফুলেরদল …. শীতের গ্রাম এমনি আদরে ধরা দিলো সেদিন …. সূর্যের শেষ আলোস্নানে ভেসে যাওয়া চরাচর দিনের খেরোখাতা ভরিয়ে কত্ত কী যে দিয়ে গেলো ….🌿সেনডাঙ্গা , উত্তর চব্বিশ পরগণা ….

Published by moon DJ studio

https://wbsfda.org/

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started