আমার বেগনভেলিয়া গাছ টা তে প্রচুর ফুল হলো। তারপর ডাল গুলো পুরো মুড়িয়ে ছেঁটে দিয়েছিলাম। এখন নতুন পাতা গজানোর পর এই রকম ( শেষের ছবি টি) । এখন কি করতে হবে? শুধু দুবেলা জল দিই।কি সার কিনে এনে দেবো? প্যাকেট সার , দোকানে বললেই পাওয়া যাবে এরকম নাম বললে ভালো হয়। অগ্রিম ধন্যবাদ।

Published by moon DJ studio

https://wbsfda.org/

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started