সাগর শুকিয়ে মরুভূমি হয়! আপনি তো কোন ছার!কি দেখছেন – মরুভূমিতে জাহাজ পড়ে আছে…? !ছবিটি কাজাকিস্তান এর অ্যারাল সাগরের।। এক সময় এখানে বিশাল সাগর ছিলো, নাম ছিলো- অ্যারাল সাগর। যার আয়তন ছিলো ৬০ হাজার বর্গ কিলোমিটার। সময়ের সাথে সাথে সেই বিশাল সাগর শুকিয়ে মরুভূমি হয়ে গেছে।যারা নিজের পদ মর্যাদা ( নেতৃত্ব) নিয়ে প্রচন্ড দম্ভ করে, অহংকার করে ,তাদের এই ছবিটি দেখে শিক্ষা নেওয়া উচিত । ছেলেবেলায় নিশ্চয়ই পাঠ্যপুস্তকে পড়েছিলেন -” বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। ” এই মরু প্রান্তরের কাছ থেকেও শিক্ষা নিন।শুনুন, সময় উত্তাল উদ্দাম বিস্তীর্ন সাগরকেও শুকিয়ে মরুভূমিতে পরিনত করে দেয়। আর আপনারা যারা নিজের ক্ষমতা, অর্থ, পদ মর্যাদা, নেতৃত্ব, শারীরিক সৌন্দর্য, বংশ পরিচয় নিয়ে দম্ভ করেন, অহংকার করেন। আপনারা যারা নিজের ক্ষমতা, অর্থ, প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে অন্যের ক্ষতি করার চেষ্টায় মেতে ওঠেন তাদেরও মনে রাখা প্রয়োজন যে- আপনার সময়ও ফুরিয়ে আসবে একটা সময়। আপনার পজিশন থেকে একটা সময় আপনাকে সরতেই হবে। এভাবেই সাগর থেকে মরুভূমিতে পরিনত হবেন আপনিও। তখন আপনি কী করবেন???ভাবুন, ভাবুন! ভাবা প্রাকটিস করুন……(সংগৃহীত) plese save