দূরত্ব যদি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবে আমি দূরেই থাকতে চাই।অনেক অনেক দূরে ….আপন জনেরা যদি আমাকে আপন ভাবতে কূন্ঠা বোধ করে, তবে গোটা পৃথিবীটাকেই আপন বানিয়ে ফেলবো।”কেউ না কেউ, কখনো না কখনো স্মরণ করবে”…. 💖✨ — রবীন্দ্রনাথ ঠাকুর 🙏🌸~ ছবিতে রবি ঠাকুরের কিছু অমর সৃষ্টি 🙏❤️🌼🎨: সুব্রত ঘোষ