চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরলস পরিশ্রমে এই রাজ্যে বর্তমানে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে। করোনা মোকাবিলায় নিজেদের জীবন বিপন্ন করে যাঁরা অক্লান্ত লড়াই করে চলেছেন তাঁদের কুর্নিশ জানাই। কোভিডের তৃতীয় তরঙ্গ মোকাবিলায় প্রশাসন তৎপর, আমাদের সবাইকে সদা সতর্ক থাকতে হবে। রাজ্যবাসীর কাছে আমার আবেদন আপনারা প্রশাসনের সাথে সহযোগিতা করুন ও কোভিডবিধি মেনে চলুন। এই পরিস্থিতিতে একে অপরের দিকে বাড়িয়ে দিন সাহায্যের হাত। আজ নবান্নে কোভিডের তৃতীয় ঢেউ মোকাবিলা সংক্রান্ত গ্লোবাল অ্যাডভাইসরি কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ডঃ জিষ্ণু দাস, জেভিয়ার প্রসাদ রাও, সিদ্ধার্থ দুবে, ডঃ সুকুমার মুখার্জি, অধ্যাপক অভিজিৎ চৌধুরী প্রমুখ। আজকের বৈঠকের কয়েকটি মুহূর্ত।

Published by moon DJ studio

https://wbsfda.org/

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started