মানসাই পাড়ের গল্প ১৪মাথাভাঙা, কুচবিহার, প.ব মানসাই পাড়ের গোধূলি বেলার ধুসর গল্প।আজকের গল্প নবতিপর চরন দাস এর। মানসাই পাড়ের ত্রিকালদর্শী পুরুষ। আমার নিজের সবচাইতে প্রিয় চরিত্র। ওর গল্প ওর মুখেই শোনা যাক।”এইজ্ঞে আমার নাম চরনদাস।বয়স ঠিক করিয়া কবার না পাইম। হইবে ৯০/৯৫, একশোরও হবার পায়।গুষ্টি তো কাও নাই, বনুস মইচ্চে, একটা ছাওয়াও বাঁচি নাই। ছোট ভাইটা গেল বছর জলে ডুবিয়া মইচ্চে।ভাইয়ের বনুশ ভাত আন্দি দ্যায়।সকালে গরু ছ্যাকিয়া দুধ ব্যাচেয়া ভাত খায়া গরু ধরিয়া চড়তে আইসং। কুত্তা গিলার খিইব উৎপাৎ দুধের বাছুর গিলাক কামরেয়া নষ্টো করি ফ্যালায়।মোর তিনটা গরু একটা বাছুর একটা দাম্রী ভইচ্চে, আষারে বাচ্চা দিবে, একটা দুধ দ্যায় এক স্যার, পাইকার আসি ৪০ টাকা দিয়া ধরি যায়।করানো ? হোটা আরো কি !অয়য়য়য়….নক্ডাউনে…অ্যাশনে দুই স্যার চাউল পাইচং, আটা আলু কোন দ্যায় নাই।”________________________________________গত ২০২০ তে তোলা এই ছবি দেখে এবং ওর করুণ কাহিনী শুনে আমার এক বন্ধু ওকে সাহায্যের হাত বাড়িয়ে ছিলেন। Dev Hore