গতকাল ভোর সাড়ে ৫ টায় বের হয়ে৩৮ কিলোমিটার সাইক্লিং করেছিলাম, সিলেট শহর থেকে ৭/৮ কিলোমিটার দূরে গেলেই গ্রামের দেখা পাওয়া যায়! সাইকেল নিয়ে আমরা একটা নতুন চা বাগানের ভিতরে ঢুকে গিয়েছিলাম। এক বাগানে ঢুকে ট্রেইল রাইড দিলাম, পুরোটা মাটির রাস্তা শেষ করে রাবার বাগানের দেখা মিললো! এর পরে এই গ্রামের দেখা….সাইকেল ব্রেক করলাম, কি সুন্দর মাটির ঘর-বাড়ি,সামনে নিজেদের গরু রাখা, মোরগ ডাকছে…. ছিমছাম পুকুর, পুকুরে সবজির মাছা ও শাপলা, পুকের পাড়ে কলাগাছ, কদমফুল গাছ, ঝিরিঝিরি বাতাস বইছে…ডানে-বামে সবুজের সমারোহ চা বাগান….আমার কাছে ভীষণ ভালো লেগেছিল….সিলেট, বাংলাদেশ 🇧🇩