ভ্রমণ পিপাসু হিসেবে অফবিট ভ্রমন সবসময় আমার নজর কারে। একটি চেনা জায়গাকেও একদমই অচেনা ভাবে দেখার নেশাই আলাদা হয়। তেমনই আমাদের সুপরিচিত পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে আসলে দেখা যাবে এমন এক জায়গা, যেখানে মিলেমিশে গেছে প্রকৃতি ও পুরাণ। হ্যাঁ বন্ধুরা, অযোধ্যা পাহাড়ের একটি নামকরা দ্রষ্টব্য – ময়ূর পাহাড় থেকে মাত্র ১ কিমি দুরত্বে পাবেন ‘সীতাকুন্ড’। বিজ্ঞান মতে একটা আটিযেয় কূপ হওয়ার ফলে এর মধ্যে থেকে অবিরাম নির্গত হয় স্বচ্ছ শীতল পানি, যা নানান কাজে ব্যবহার করেন এখানকার স্থানীয় বাসিন্দারা। পুরাণে কথিত, শ্রী রামচন্দ্র বসবাসের যাওয়ার সময় সীতা দেবীর তৃষ্ণা নিবারনের জন্য এক পাতালভেদী বাণ নিক্ষেপ করেছিলেন এখানে, যার পর থেকেই নির্গত হচ্ছে এই জল। দেখলে খুবই অবাক হবেন প্রকৃতির এই সাবলীল খেলা। ঝড়-ঝঞ্ঝা ইত্যাদি প্রকৃতির এই দীর্ঘ তান্ডব উপেক্ষা করেও অনর্গল নির্গত হয়ে চলেছে পরিস্কার শীতল পানি, যা আজও উপকারে লাগছে এখানকার এলাকাবাসীর। সুতরাং, আশা করি এই পোস্টটি অনেকের কাজে লাগবে।আরও বিশদে একটি মানসভ্রমনের জন্য সম্পূর্ণ ভিডিওটি নীচে দেওয়া এই লিঙ্ক এর মাধ্যমে দেখতে পারেন। 👇 👇https://youtu.be/oaPXrlxbnBI

Published by moon DJ studio

https://wbsfda.org/

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started