Life will never be easy but living life with a gratefulheart is valuable.ছয় বছর আগে সােসাল মিডিয়ার গ্রুতে তমজ্যোতি আর সুস্মিতারআলাপ| চার মাসের বিবাহ জীবন। ওদের নিয়ে এই লেখার কারণওরা আর পাঁচটা টিপিক্যাল কাপলদের মত একদম নয়। সাধারণেরমধ্যেও যেন অসাধারণ। ওরা একে অপরকে ভালােবেসেছে কেবলভালােবাসার জন্য। কথায় আছে Fall in love with someonewho can not only touch your body but your soul. Lovethe one who brings you happiness and a smile youcan not hide. তমজ্যোতি আর সুস্মিতা যেন তারি এক বাস্তবউদাহরণ। যখন আমরা কেউ কে আমাদের পার্টনার হিসেবেবেছেনিই তখন সে আমাদের সমস্ত কিছুর ওপর প্রভাব ফেলে।আমাদের মানসিক স্বাস্থ্য। আমাদের মানসিক শান্তি। আমাদেরআনন্দ। আমাদের সাফল্য। এমন কী ভবিষ্যতে আমাদের সন্তানকিভাবে বেড়ে উঠবে সে সব কিছু ওপর। আর এই সবটা তখনসম্ভব যখন ভালােবাসার রং গাঢ় হবে। ঠিক এতটাই গাঢ়, যতটা ।হলে ফিকে হয়ে উঠবে বাকি সব কিছু। যেভাবে ফিকে করেছেতমজ্যোতি আর সুস্মিতার ভালােবাসা গােটা পৃথিবীকে।ভালাে থাক ওরা সব দিন। একে অপরকে আগলে রাখুক জীবন ভর।অনেক ভালােবাসা ওদের জন্য।#Stay_Strong…