মাননীয় সাংসদ বাবু, আপনি কি মানুষকে এতটাই বোকা মনে করেন? আপনি বলুন তো যে আপনি সংসদে কদিন “ঘাটাল মাস্টার প্ল্যান” নিয়ে আলোচনা করেছেন? আপনার সংসদ ভবনে উপস্থিতির হার মনে হয় সমস্ত সাংসদের থেকে কম। আপনি অভিনেতা অভিনয় করতে পারেন। কিন্তু আপনাকে বলবো যে ক্ষেত্রে অভিনয় না করলেই ভালো! আজ বলছেন মাননীয়া প্রধানমন্ত্রী হলে ঘাটাল মাস্টারপ্ল্যান পাবে। কাল বলবেন রাষ্ট্রপতি হলে, তারপরে দিন বললেন জাতিসংঘের প্রধান হলে। দোষটা আপনার না দোষটা আপনাকে ভোট দেয়া সেই মানুষগুলোর যারা সামান্য কিছুর বিনিময়ে আপনাকে ভোট দিয়েছে।আজ তারা তাদের সেই কর্মের ফল পাচ্ছে।