জয় হিন্দ 🇮🇳আইএনএস বিক্রান্ত হল ভারতে প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরী প্রথম বিমানবাহী রণতরী। কোচিন শিপইয়ার্ডে নির্মিত ৪০ হাজার টন ওজনের এই রণতরীর পরীক্ষামূলক ব্যবহার শুরু করে দিলো গভীর সমুদ্রে।আগামী ৬ মাসের মধ্যে বিক্রান্ত ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হবে।এটি ভারতীয় নৌবাহিনীর প্রথম জাহাজ, যা দেশীয়ভাবে উত্পাদিত ইস্পাত ব্যবহার করে সম্পূর্ণভাবে নির্মিত হয়েছে। আইএনএস বিক্রমাদিত্যের পরে এটি হলো দ্বিতীয় যুদ্ধ বিমান বহনকারী জাহাজ। প্রায় 23,000 কোটি টাকায় কোচিন শিপইয়ার্ডে নির্মিত হয়েছে এটি।ভারতের আগে কেবল আমেরিকা, ব্রিটেন, রাশিয়া ও ফ্রান্স এ ধরনের বৃহৎ রণতরী নির্মাণ করতে সক্ষম হয়েছে।সংস্কৃত বিক্রান্ত, নামের অর্থ “সাহসী”। এটি ২৬২ মিটার (৮৬০ ফুট) দীর্ঘ এবং ৬০ মিটার (২০০ ফুট) প্রশস্ত, এবং প্রায় ৪০,০০০ মেট্রিক টন (৩৯,০০০ দীর্ঘ টন) ওজন যুক্ত। এটি ত্রিশটি যুদ্ধ বিমান ছাড়াও ১০ টি হেলিকপ্টার বহন করবে।@অজানা ভারতবর্ষ

Published by moon DJ studio

https://wbsfda.org/

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started