যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে যেন আমাদের এই রাজ্যটাকে করাল গ্রাসে পরিণত করছে। লাখ লাখ শিক্ষার্থী তাদের সঠিক যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না, প্রতিবাদ করেও চাকরি পাচ্ছে না। সেখানে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী কি করছেন না মাওবাদীদের চাকরি দিচ্ছেন। এটাই কি এগিয়ে বাংলা নমুনা ? মাননীয় বলেছিলেন খেলা হবে, এটাই কি তাহলে সেই খেলার নমুনা ?