মোদী বিরোধী জোটের প্রবল বিরোধ থাকা সত্ত্বেও , উত্তর প্রদেশের মির্জাপুরে শুরু হয়ে গেল মা বিন্ধ্যবাসিনী মন্দিরের “#বিন্ধ্যাধাম_করিডোর”।🥰 এবার পুণ্যার্থীদের আর ছোট ও সরু ঘিঞ্জি গলি অতিক্রম করে গঙ্গায় যেতে হবে না। রাম মন্দির এর পর, এটাও হিন্দুদের জন্য একটা সারপ্রাইজ প্রোজেক্ট। মোট খরচ আনুমানিক ৩৩১ কোটি। মন্দির চত্বরে অবৈধ ভাবে নির্মান, এমন ৯২টি দোকান ও বিল্ডিং খালি করানো হয়েছে। আশা করা হচ্ছে, এই বছরের অক্টোবর নাগাদ কাজ সম্পূর্ণ হয়ে যাবে। 👇👇⭕⭕ বিঃ দ্রঃ গত চার বছরে উত্তর প্রদেশে ৩০ টি মেডিকেল কলেজ তৈরি হয়েছে। ⭕⭕ গত দুই বছরে উত্তর প্রদেশে ৮৬৫ কিমি রাস্তা তৈরি হয়েছে। খরচ ৬২১৮ কোটি। ৩১টি মেজর প্রোজেক্ট চলমান রয়েছে, যার খরচ হবে ১৯,৪৩৬ কোটি। এছাড়া ১০ টা NH প্রকল্প NOC এর জন্য অপেক্ষা করছে। ◾◾তাই অযথা পাগলের মতো….” এই টাকায় কত হাসপাতাল হতো,, স্কুল হতো,, গরিব মানুষ, ভাত দে, এটা দে, ওটা দে..” দয়া করে সেই বস্তাপচা লজিক নিয়ে মাথা গরম করাতে আসবেন না।#Blue_Aither🙏💐🎉🚩🇮🇳🇮🇳@ভারতের শঙ্খধ্বনি

Published by moon DJ studio

https://wbsfda.org/

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started