বহু মানুষ আছে যারা জীবনে সাফল্য পাওয়ার পর জীবনের পূর্বের অবস্থানের কথা ভুলে যায়! অহংকারে মাটিটেই পা পড়ে না! তবে আমার দেখা ইনি একমাত্র মানুষ যার জীবনে শুধু টাকা পয়সাই নয়! এত নাম,জ্বশ, খ্যাতি অর্জন করার পরেও মানুষটার কোনো অহংকার নেই! তিনি একজন অসাধারণ মানুষ হয়েও খুব সাধারণ! সাধারণ মানুষের মতই জীবন যাপন করে! শুধু এনার গানই নয় একজন ভালো মানুষ হিসেবেও ইনি আমাদের সকলকে মুগ্ধ করেছেন! সত্যি এই মানুষটাকে আমি যতই দেখি ততই মানুষটার প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধাটা আরো বেড়ে যায়!! 😇🤗আমাদের সকলের প্রিয় Arijit Singh ❤