আজ বাঁকুড়া জেলার শালতোড়া বিধানসভা শালতোড়া ব্লকে আমি গিয়েছিলাম বিভিন্ন সমস্যা অভিযোগ নিয়ে! 2018,2019 প্রধানমন্ত্রী আবাস যোজনার যেসকল বাড়ি গুলো এসেছে সেই বাড়িগুলোকে প্রত্যেকটি বাড়ি পাকা বাড়ি করে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে BDO কে বলি! এছাড়া সাধারণ মানুষের পঞ্চায়েতের বিভিন্ন অভিযোগ রয়েছে এ দুর্যোগ বর্ষার সময় পঞ্চায়েত থেকে একটি ত্রিপল দেওয়া হয়নি গ্রাম এলাকার মানুষকে আর,বিজেপির কর্মী হলে তো কোন কথাই নেই বিজেপির কর্মীকে পঞ্চায়েত থেকে কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয় না! এছাড়া ব্লক থেকে বাড়ি আসার পথে আমার সমস্ত কর্মী ভাইয়েরা বলে দিদি একবার চলুন তেঁতুল টুকরি দেখবেন রাস্তার কি বেহাল অবস্থা! আমি আমার কর্মীদের কথা শুনে যাই ! সত্যি 10 বছরে দিদির সরকারের কি উন্নয়ন তা আমি নিজের চোখে পরিদর্শন করলাম ! এবং গ্রামের সমস্ত মানুষের সাথে কথা বললাম ,এই বিষয় নিয়ে আমি আবার BDO কে জানাব এ রাস্তাটি দ্রুত যাহাতে ব্যবস্থা নেওয়া হয়!