একজন উঠবে একজন নামবে এটাই রাজনীতির নিয়ম। 2014 তে নিজের ক্ষমতায় জিতেছিলেন তাই একজন প্রথম থেকেই এই মানুষ টিকে সহ্য করতে পারতেন না। মন্ত্রীত্ব যাওয়ার পর রাজ্যে সাংগঠনিক ভাবে কাজ করতে চেয়েছিলেন কিন্তু উনি চাইলে কি হবে যার লবি অত্যন্ত মজবুত তিনি তো বিকল্প খুঁজে পেয়েছেন। তাই দলে থেকে বার বার অপমানিত হওয়ার থেকে। রাজনীতি থেকে সন্মানের সাথে বেরিয়ে আসাটাই ঠিক মনে করেছেন।