#gghc21 নদীর ওই পাড় টা ঝাড়খণ্ড এই পাড় টা পশ্চিমবঙ্গ। নদীটা সকলের খুব পরিচিত গঙ্গা। প্রতি বর্ষাতে এর একুল বা ওই কুল ভাঙতে থাকে। মানুষ জন গরু ছাগল ভূমি হীন হয়ে পরে। আবার এই নদীকে কেন্দ্র করে এখানে কত চাষ বাস , ব্যবসা বাণিজ্য চলতে থাকে। প্রতি নিয়ত কত ছোটো বড়ো ডিঙি , নৌকা চলতে থাকে। অপরূপ সন্ধ্যার হলুদ সূর্য্য কিরণে স্নাত মালদা জেলার পঞ্চানন্দপুরের গঙ্গা। 28.07.2021