সকাল থেকেই বৃষ্টি পড়ছে তাই ভাবলাম আজ আর কোথাও যাওয়া যাবেনা। দুপুরের পর আকাশ টা পরিষ্কার হয়ে গেল। তাহলে তো কোথাও একটা যাওয়া যেতেই পারে কিন্তু মুসকিল হল, যাবো কোথায় ভাবতে ভাবতে মনে পড়লো, শান্তিনিকেতন যাওয়ার সময় এক ভদ্র লোকের সাথে আলাপ হয়। ওনার কাছ থেকেই জানতে পেরেছিলাম হুগলি জেলার শিয়াখালাতে উত্তর বাহিনী মাতার এক মন্দির আছে। মন্দিরটি প্রায় ৫০০ বছরের পুরোনো। খুব জাগ্রত দেবী। আর অনার কাছ থেকেই শুনেছিলাম যে এরকম লৌকিক দেবী মূর্তি বাংলায় আর অন্য কোথাও দেখা যায় না। তাই ঠিক করলাম যে আজ দিন টাও ভালো তাহলে যাওয়া যেতেই পারে, বাইকে করে বেরিয়ে পরলাম উত্তর বাহিনী মাতার মন্দিরের উদ্দেশ্য। মন্দিরে পৌঁছে মা কে দর্শন করলাম। মাকে দেখে মন জুড়িয়ে গেল। শিয়াখালাতে গিয়ে উত্তর বাহিনী মাতার মন্দিরের নাম বললেই দেখিয়ে দেবে। যদি এই মন্দির সম্পর্কে বিস্তারিত জানতে চান, নিচে লিঙ্ক দিলাম, দরকার লাগলে অবশ্যই দেখবেন। ধন্যবাদ। https://youtu.be/e3hDJFU8Rjc

Published by moon DJ studio

https://wbsfda.org/

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started