মেরি,,, আপনি শচীন টেন্ডুলকার,,বিরাট কোহলি ,, মহেন্দ্র সিং ধোনি কিংবা নিদেন পক্ষে স্মৃতি মন্থনা বা মিতালি রাজ নন,, আপনার অবসরের এই খবর আগামীকাল এর নিউজ পেপারের অনেক বড়ো যায়গা জুড়ে থাকবেনা,,, ইলেকট্রনিক মিডিয়া ঘন্টার পর ঘন্টা আপনাকে নিয়ে ঘন্টা খানেক সঙ্গে সুমনের চর্চায় মেতে উঠবেনা ,,, অধিকাংশ ভারতীয় জানতেই পারবেননা আপনার ঐ চোয়াল চাপা লড়াই👍👍👍 তবুও আপনি ম্যাগনিফিসিয়েন্ট মেরী কম,,🙏🙏🙏আপনি আট বারের বিশ্ব চ্যাম্পিয়ন ,,অলিম্পিক এ পদক জয়ী,, চার সন্তানের জননী ❤️❤️❤️এই পোড়া দেশের বুকে জ্বলে ওঠা এক জলন্ত অগ্নিশিখা,,,যে দেশে কন্যা সন্তানের জন্ম দেওয়ার অপরাধে আজো মায়েদের হত্যা করা হয়,😭 😭😭যে দেশের মন্দিরে মসজিদে আজো ঋতুস্রাবের সময়ে মেয়েদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়,,,সেই দেশে জন্মে এতো স্পর্ধা এতো সাহস এতো অনুপ্রেরণা কোত্থেকে পেলেন আপনি??৩৮বছর বয়সে আজো আপনি যখন নীল পোশাকে বক্সিং এর ঐ রিং এর মধ্যে প্রবেশ করলেন মনে হলো সমগ্র ভারতবর্ষ এর লোপামুদ্রা বিশাখারা যেনো আপনার সঙ্গে একাত্ম হয়ে প্রতিবাদে প্রতিরোধে মিলে মিশে একাকার হয়ে গেলো ঐ লড়াইতে,,,,আপনি জিতেছেন মেরি 🙏🙏সহস্র বছরের ঐ কালাপাহাড় এর অচলায়তন ভেঙে সূর্যমুখী ভোর এনে দিয়েছেন এদেশের কোটি কোটি আধমরা মেয়েদের জন্য!!!এই লড়াই এই ত্যাগ এই অধ্যাবসা ইতিহাসের চলমান পাতা একদিন ঠিক মূল্যায়ন করবেই,,,আপনি যে শুধু মেরি নন মাতা মেরির মতোই ম্যাগনিফিসিয়েন্ট মেরী!!!!স্যালুট মেরি কম❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Published by moon DJ studio

https://wbsfda.org/

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started