#ভালবাসা,#বিশ্বাস আমার কাছে একটা #কয়েনের #এপিঠ আর ও পিঠ।#কারুকে রেখে ঢেকে #ভালোবাসিনি,সে যে সম্পর্ক ই হোক।একে #এক আনা,ওকে #পাচ আনা,তাকে চার আনা এমন ভালোবাসা #আমি বাসতে জানি না।দিলে উজাড় করে দি,ফিরিয়ে নিলে সব ফিরিয়ে নি।যে আমার উজাড় করা #ভালবাসার উত্তাপ পেয়েছে সে জানে সেটা কি,যখন তা সরে গেছে সে বা তারা জানে সে #শূন্যতা ও কি!!!!বদলাতে চাই নি,চাইনা।#আমি #ওজন করা #ভালবাসায় বিশ্বাস ই করি না।যে বা যারা আঘাত দিয়েছে তার #বিচার #ঈশ্বর করবেন ।#আমার মত #মানুষের সাধ্য কি কারুর মুখের হাসি কেড়ে নেবার।#pranay jana. (ব্যক্তিগত )

Published by moon DJ studio

https://wbsfda.org/

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started