গ্রাম্য প্রাকৃতিক পরিবেশে পতিত পাবন গৌরাঙ্গ আশ্রম।গ্রাম:-কৃষ্ণনগর, পো::আড়িশান্ডা থানা:-পাঁশকুড়া,,পুর্ব মেদিনীপুর।সৌন্দর্যের মধ্যে শান্তির পরিবেশ মন ভরিয়ে দেবে। বাংলা ১৪০৭ সালে এই মন্দির স্থাপিত হয়। বিভিন্ন ভক্তের সহযোগিতায় কৃষ্ণ নগর নিবাসী রাম দাস মহাশয়ের উদ্যোগে এই মন্দির স্থাপিত হয়েছে। একেবারে নতুন জায়গাতে এক দিনের বেড়ানো বা ধর্মকর্মের আদর্শ জায়গা। মন্দিরে রাধাকৃষ্ণের অনিন্দ্য সুন্দর মুর্তি মন ভরিয়ে দেবে। সাথে জগন্নাথ, বলরাম,সুভদ্রার মুর্তি। অনতিদুরে মাসির বাড়ি। প্রতিটি মন্দির গাত্রে অনেক দেবদেবীর মূর্তি ও লীলারূপ খোদিত আছে। রথযাত্রা, জন্মাষ্টমী সহ সমস্ত পূজা উদযাপন হয়। প্রতিদিন সকাল সন্ধ্যা অন্নভোগ হয়। প্রসাদ পাওয়ার ব্যাবস্থা আছে। এছাড়া হরিনাম সংকীর্তন হয়। এখানে এলে মনে পরমানন্দ লাভ হয়। একেবারে নতুন জায়গাতে আসুন। বিফল মনোরথ হবেন না কথা দিলাম।মোবাইল ফোনে তোলা অনেক ছবির মধ্যে কয়েকটি আপনাদের জন্য রইল। পাঁশকুড়া স্টেশন বা মেচগ্রাম থেকে ঘাটাল গামি বাসে কেশাপাট। ওখান থেকে পুর্বে টোটোতে ১৫ মিনিট কৃষ্ণনগর পতিত পাবন গৌরাঙ্গ আশ্রম।