কি দেখছেন, মরুভূমি তে জাহাজ পড়ে আছে?ছবিটি কাজাকিস্তানের। এক সময় এখানে বিশাল সাগর ছিলো, নাম অ্যারাল সাগর। যার আয়তন ছিলো ৬০ হাজার বর্গ কিলোমিটার। আর এখন সেটা বিস্তৃত মরুভূমি। আমরা যারা নিজের অবস্থান নিয়ে প্রচন্ড আত্মবিশ্বাসী এবং সেটাকে অহংকারের পর্যায়ে নিয়ে যাই তাদের জন্য এই ছবিটি প্রতীকী।সময় যখন বদলায় সাগরও শুকিয়ে বিলীন হয়। সমাজ ব্যবস্থার সাথে এমন কিছু প্রাণী আছে যারা দেখতে স্মাট, সুন্দর ও ভদ্র কিন্তু অন্যের ক্ষতি করার চেষ্টায় মেতে উঠে, তাদেরও মনে রাখা প্রয়োজন যে তাদেরও সময় ফুরিয়ে আসবে এক সময়।অতিকায় হস্তি লোপ পাহিয়াছে কিন্তু তেলাপোকা ঠিকই টিকিয়া রহিয়াছে।