মাননীয়া আজকে আপনি দিল্লি গেছেন। কিছু না হলে অন্তত শিষ্টাচার শিখে আসুন। আপনি যাকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবেন বলেন, যাকে ” হোদল কুতকুত” বলেন, যাকে কাঁকরের মিষ্টি খাওয়াবেন বলেন, বিভিন্ন বাজে ভাষায় আক্রমণ করেন, তিনি যখন সরকারি কাজে পশ্চিমবঙ্গে আসেন তখন তাকে যোগ্য সম্মানটুকু পর্যন্ত দেন না তিনি আজকে আপনাকে সম্মান দিলেন। হ্যাঁ এটাই ভারতীয় জনতা পার্টির আদর্শ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনাকে বহিরাগত বলেননি কিন্তু। কারণ তিনি জানেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা রাজ্য , আলাদা দেশ না।