দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না-সেই-যে আমার নানা রঙের দিনগুলি।(এটা টাকি থেকে আট কিমি দূরে হাসনাবাদের বনবিবি সেতু পেরিয়ে রামেশ্বরপুর গ্রামের ঘোষ পরিবারের বাড়ি। এখানে একসাথে চারটি বাড়ি অবস্থিত। সব গুলোই এমন ভগ্নাবস্থা, কিছু কিছু অংশে বর্তমান প্রজন্ম বাস করে কিছু বাইরে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে।)