ডাবল চাকরির প্ৰতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন তৃতীয়বারের মত। মাননীয়ার সব মিথ্যাচারের প্রকৃত রূপ আমরা দেখতে পাচ্ছি। চাকরির হতশ্রী চেহারা আমাদের লজ্জিত করছে প্রতিদিন। এখানে যোগ্য মানুষের সম্মান নেই। লক্ষ লক্ষ বেকার যুবকদের স্বপ্ন ধ্বংস করছেন মাননীয়া। তাদের ভবিষ্যৎ নিয়ে খেলছেন।