চলছে দেশ বিদেশের Lamb ফেস্টিভাল। গেছিলাম try করতে। প্রথমে চিকেন মাঞ্চুরিয়ান, ভেজ সুপ দারুন ছিল।এবার আসি #lambshank Chops, জাস্ট অসাধারণ খেতে। Red wine preparation আইটেমটি মুখে লেগে থাকার মত। যারা ট্রাই করবে ভাবছো করে ফেলো কারণ হাইট ডিমান্ড জন্য স্টক সীমিত। স্পেশাল থ্যাংকস #তন্ময় দা জন্য, এত ভ্যারাইটি আইটেমস এনে দেওয়ার জন্য। তবে মিক্স ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন আইটেম দুটো খুবই সাধারণ লেগেছে, আশা রাখছি সেটা ইমপ্রুভ হবে ভবিষ্যতে। আগামী সপ্তাহের ফেষ্টিভেলটা সাপ্রাইজ থাক কারণ সেটি এখনও ফাইনাল হয়নি, তবে এইটুকু বলে রাখছি, #বাঙালির রসনা তৃপ্তির নতুন কিছু পাবার জন্য তৈরি থাকো সবাই।