গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের পারাকাটা বাজারে আজ সকালে ঈদের দিন নিরীহ হিন্দুদের উপর বর্বর হামলা ও ভাংচুর।ওরা কারা, যারা আজ আনন্দের দিনও (ইসলাম মতে ঈদ মানে হাসি,খুশি,আনন্দ) আমার ভাইদের উপর হামলা করে।ওরা কি সত্যিকার অর্থে মুসলিম?ওরা কি মুসলিম জাতী তথা ইসলাম ধর্মকে কলংকিত করতে চায়?আসুন সবাই মিলে এদের প্রতিরোধ করে অসাম্প্রদায়িক শান্তি প্রিয় বাংলাদেশ গড়ি।