আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে মাত্র দুইজন ক্রিকেটার ১২,০০০+ রান এবং ৫০০+ উইকেটের মালিক। তারা হলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস এবং বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু আমার মনে হয় তিনি একদিক দিয়ে কিংবদন্তি অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসকেও পেছনে ফেলবেন। বর্তমানে সাকিব আল হাসানের উইকেটের সংখ্যা ৫৮৩ উইকেট, যেখানে ৬০০ উইকেট পূর্ণ হতে আর মাত্র ১৭টি উইকেটের প্রয়োজন। সেটি হলে তিনি হবেন ক্রিকেট বিশ্বের একমাত্র অলরাউন্ডার যিনি ১২,০০০ রান এবং ৬০০ উইকেট এর অধিকারী।আশা করছি আগামী সিরিজগুলোতেই তিনি সেই অসাধারণ মাইলফলক স্পর্শ অতিক্রম করতে পারবেন।অভিনন্দন বিশ্বসেরা অলরাউন্ডার।❤️💚🇧🇩🏏👏

Published by moon DJ studio

https://wbsfda.org/

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started