সাইফউদ্দিন ছেলেটাকে দেখলে কষ্ট লাগে। যার ওডিয়াই ব্যাটিং এভারেজ ৩৬ এর উপরে তাও লোয়ার অর্ডারে ব্যাটিং করে। যেইখানে সে বেন স্টোকসের মত ৪/৫ নম্বরে ব্যাটিং করার যোগ্যতা রাখে ইভেন সে বয়সভিত্তিক দলে ৪/৫ নম্বরেই বেশি ব্যাট করেছেন এবং সফলও। কিন্তু আমার প্রশ্ন হইলো সাইফউদ্দিনের আগে মিরাজ কেমনে ব্যাটিং অর্ডারে চান্স পায় যার এভারেজ মাত্র ১৫? মিথুন, মোসাদ্দেকের কথা আর নাই বললাম😠ভাইরে একজন বেন স্টোকস একদিনে তৈরি তাকে বানিয়ে নিতে হয়েছে তাকে সুযোগ দিতে হয়েছে।আমার মনে আছে বেন স্টোকস যখন লাস্ট বাংলাদেশে আসে ২০১৬ তে তখন তার ওডিয়াই এভারেজ ছিলো মাত্র ২৪/২৫ আর এখন তার ওডিয়াই এভারেজ ৪০ এর উপর❣️সবসময় আড়ালেই রয়ে যায় ছেলেটা