আমার বারান্দা বাগান 💚💚💚গুজরাটের একটি ছোট্ট শহর জামনগর। রিলায়েন্সের রিফাইনারির জন্য জামনগর বিখ্যাত I রিফাইনারির টাউনশিপের নাম রিলায়্যান্স গ্রীন। ওখানে পাঁচ ছয় বছর ছিলাম। জামনগর থেকেও এর দূরত্ব আরো ৩০ কিলোমিটার। শহরের কংক্রিট জঙ্গল থেকে একেবারে প্রকৃতির কোলে এসে পড়েছিলাম l এখানে নানা ধরণের সবুজে চোখে ধাঁধা লেগে যায় ।বাড়ির বারান্দাতে ময়ুর বসে থাকে। কত ধরণের যে পাখি। মাথার উপর দিয়ে ফ্লেমিংগো উড়ে যায়। রিলায়্যান্স গ্রীন নাম সার্থক। আজ আমার বারান্দা বাগানের ছবি আঁকলাম l টাউনশিপের বাগানের ছবি ও গল্প আর একদিন বলবো।

Published by moon DJ studio

https://wbsfda.org/

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started