হাসপাতালে মুশফিকের বাবা-মাবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিমের করোনায় আক্রান্ত বাবা-মা’কে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার দুপুরে বগুড়া থেকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় আনা হয়। তারপর রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে নেয়া হয়।পারিবারিক সূত্র জানিয়েছে, সন্ধ্যায় ঢাকায় প্রবেশ করেই সরাসরি হাসপাতালে নেয়া হয় তাদের।এদিকে বাবা মাহবুব হামিদ তারা (৬০) ও মা রহিমা খাতুন (৫৬) অসুস্থ এমন সংবাদের শুনে এদিন জিম্বাবুয়ে থেকে বাংলাদেশের পথে রওনা দেন টাইগার উইকেট রক্ষক মুশফিকুর রহিম। সফরের তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ না খেলেই দেশে ফিরছেন ক্রিকেট দলের অভিজ্ঞ এই সদস্য।