সম্ভাবনাময় প্রতিটি নীরবতা..প্রতিটি অপাঙ্গে দৃশ্যমান সুরপ্রতিটি আয়নাই পথের উদগাথাযে পথে পৌঁছবে ‘ দিকশূন্যপুর ‘ !!প্রতিটি বিরতিতেই লুকোনো সুখ আছে… এই একটানা এতদিন ধরে গৃহবন্দী পরিস্থিতি থেকে একটু বিরতি নিয়ে ২রাত্রি ৩দিনের পকেট ফ্রেইন্ডলি ডুয়ার্স ভ্রমণের দায়িত্ব নিচ্ছে ‘ দিকশূন্যপুর ‘ রেশর্ট লাটাগুড়ি 🙏🙏🙏বর্ষায় উত্তরবঙ্গের প্রতিটি নদী ও পাহাড়ি ঝোড়া নিজেদের মধ্যে কথা বলে…পায়ে হেঁটে নেওড়া চা বাগান.. বা রেশর্ট এর সামনের নদীর ধারে চুপচাপ বসেই একটা দিন কাটিয়ে দেওয়া যায় ‘দিকশূন্যপুরে’রেশর্ট এর গেট থেকে বেরোলেই সামনে নেওড়া নদী কয়েক পা দূরত্বে… পিছনে সুদূর দিগবিস্তৃত নেওড়া ভ্যালি..স্রেফ দুদিন নির্ভেজাল ছুটি কাটাতে আপনাদের সাধ্যের মধ্যে ডুয়ার্স ভ্রমণের দায়িত্ব নিচ্ছে ‘দিকশূন্যপুর’ – মাত্র #৩০০০/- টাকা জনপ্রতি ট্যুর ২রাত্রি ৩দিন…!!😁😁আমরা pickup করবো স্টেশন থেকে,🚞🎒🚗🚐(জলপাইগুড়ি রোড, নিউ ময়নাগুড়ি ) দুদিনের মধ্যেযে কোনো একদিন আপনাদের সাইটসিন করাবো আমরা, আরেকদিন আপনারা নিজ খরচায় যেখানে মন চায় ঘুরে আসতে পারেন.. পরেরদিন আবার স্টেশন এ ড্রপ করার দায়িত্ব আমাদের!🏞🏕🌄!💁💁🚐🚗🛤🙏🛑

Published by moon DJ studio

https://wbsfda.org/

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started