••••রামধুরা ——–★কালিম্পংয়ের নতুন ভ্রমণ ঠিকানা রামধুরা । অফবিট ডেস্টিনেশন বলা চলে। কালিম্পং থেকে রামধুরা ১৫ কিলোমিটার, উচ্চতা প্রায় ৫,৮০০ ফুট। আঞ্চলিক মানুষজনের সচেতন ও আন্তরিক প্রয়াসে রামধুরা প্রকৃতই পরিবেশবান্ধব ভ্রমণ কেন্দ্র হয়ে উঠেছে। ধূপি ও পাইনের জঙ্গলে ঘেরা রামধুরা উপত্যকায় চাষ-আবাদ হয়। উপর থেকে খুব সুন্দর সে দৃশ্য। রামধুরা যত্রতত্র ফুলের ঝাড়। ফুলের চাষও হয় রামধুরায়। প্রধাণত নেপালী ও লেপচাদের বসবাস এই গ্ৰামে। কিছু ভুটিয়াও থাকেন। ফলে একটা মিশ্র সংস্কৃতির আবহ গড়ে উঠেছে এই গ্ৰামে। প্রধাণত পাইনের বন এখানে। বিভিন্ন প্রকার পাখির দর্শন পাওয়া যায় সেখানে। আছে প্রচুর প্রজাপতিও। কাছেই রয়েছে লেপচা রাজা গিয়াবু আচুকের তৈরি ডামসাং ফোর্টের ধ্বংসাবশেষ। ভুটানের সঙ্গে লড়াইয়ের জন্য ১৬৯০ সালে তৈরি করা হয়েছিল এই দুর্গটি। অনেক লোককথা যুক্ত হয়ে আছে ডামসাং ফোর্টের সঙ্গে। এখান থেকে যেমন কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ তেমন রংপো নদীর প্রবাহ-পথ দেখা যায়। সূর্যোদয়ের শোভা দেখবেন তেমন সানসেট পয়েন্ট থেকে দেখবেন সূর্যাস্তের অসাধারণ দৃশ্য।★নানা পথে —- রামধুরা থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরের কালিম্পং শহর থেকে বেড়িয়ে আসা যায় দিনে দিনে। রামধুরা থেকে রিকিসুম ৮ কিলোমিটার, আলগারা ৬ কিলোমিটার, ইচ্ছেগাঁও ৮কিলোমিটার, সিলারিগাঁও ৮ কিলোমিটার, লাভা ১৬ কিলোমিটার, রিশপ ১৭ কিলোমিটার, লোলেগাঁও ৩৪ কিলোমিটার। রামধুরা থেকে দিনে দিনে বেড়িয়ে আসা যায় পেডং, ঋষিখোলা থেকে।★থাকা খাওয়া খরচ খরচা:~ রয়েছে সাধ্যের মধ্যে হোমস্টের ব্যবস্থা, আপনার অতিথিয়তায় কোনো ত্রুটি রাখবে না এই হোমস্টের লোকেরা। হোমস্টের খরচ @১৫০০/- টাকা জনপ্রতি প্রতিদিন সমস্ত মিলসহ, ফুডিং এন্ড লজিং- এর মধ্যে সকালে চা, প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজ, ডিনার -সব অন্তর্ভুক্ত রয়েছে। সামনে আছে লন। ব্যাবস্থা আছে বনফায়ারের। ★যাওয়ার পথ —– এন জে পি স্টেশন থেকে রামধুরা ৮৩ কিলোমিটার। সরাসরি প্রাইভেট গাড়ি ভাড়া করে চলে আসা যায়। গাড়ি ভাড়া আনুমানিক ৩৮০০/- টাকা খরচ পরতে পারে। ★ফোন করুন বুকিং এর জন্যে :~𝐂𝐚𝐥𝐥:~𝟗𝟏𝟐𝟑𝟑𝟔𝟕𝟎𝟗𝟑𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩:~𝟕𝟐𝟕𝟖𝟖𝟏𝟖𝟐𝟎𝟔𝐄𝐦𝐚𝐢𝐥:~ chologhuraashitravels@gmail.com𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐭𝐡𝐞 𝐛𝐞𝐥𝐨𝐰 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐆𝐫𝐨𝐮𝐩 𝐥𝐢𝐧𝐤. https://www.facebook.com/groups/449298765893746/?ref=share𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐭𝐡𝐞 𝐛𝐞𝐥𝐨𝐰 𝐈𝐧𝐬𝐭𝐚𝐠𝐫𝐚𝐦 𝐥𝐢𝐧𝐤. https://instagram.com/chologhureashitravels?igshid=1abb09uzsi5je

Published by moon DJ studio

https://wbsfda.org/

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started