“মা” মরা মেয়ে মুন্নী, মা না থাকলেও এই পৃথিবীতে তার বাবাই সব। আদর করে রোজ সকালে কাজে যাওয়ার আগে নিজ হাতে খাবার খাইয়ে দিত কামরাঙ্গীচরের ছোট্ট মুন্নীর বাবা, কিন্তু তার বাবা আজ কিছুদিন যাবত অসুস্থ হওয়ায় কেউ তাকে আর খাইয়ে দেয় না। খুব কষ্ট হয় মুন্নীর, তাইতো অসুস্থ বাবার জন্য নিজেই রাস্তায় বের হয়ে একটা খাবার আবদার করে বলে, ” আমার আব্বার দুইদিন ধইরা মেলা অসুখ বিছানা থেইক্কা ঊঠতে পারে না। ভাইয়া আমারে আরেকটা খাওন দিবেন? আমার আব্বার লাইজ্ঞা এই খাওনডা লইয়া যামু “বাবার জন্য মেয়ের এই ভালোবাসা বিরল কোনো ঘটনা নয়। প্রতিটি বাবাই যেমন চায় তার মেয়েটা সুখে থাকুক ভালো থাকুক। ঠিক তেমনি মেয়েটাও চায় তার বাবা তার পাশেই থাকুক সারাজীবন। তাই জীবন যুদ্ধে নেমে পরে মুন্নীর মতো অনেক শিশু। অসহায় এই শিশু গুলোর পাশে থাকার ক্ষুদ্র চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। কিন্তু এত এত অসহায় শিশু যে আমাদের সে প্রচেষ্টা তার কাছে ভীষণ ক্ষুদ্র। আপনারা এগিয়ে আসলেই এই উদ্যোগ টি বড় করা সম্ভব। ১ জনের খাবার- ৫০ টাকা৫০ জনের খাবার- ২৫০০ টাকা১০০ জনের খাবার- ৫০০০ টাকাআপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসলে অসহায় এই শিশুগুলোর জন্য আমাদের বেচে থাকার এই লড়াইটা সহজ হবে।

Published by moon DJ studio

https://wbsfda.org/

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started