এই টিমটা কেমন ছিল তা সবারই জানা।🥰গ্রুপ স্টেজঃ- পুর্তগাল,ঘানা,আমেরিকা।দ্বিতীয় রাউন্ডঃ- আলজেরিয়া।কোয়ার্টার ফাইনালঃ- ফ্রান্স।সেমিফাইনালঃ- ব্রাজিল।ফাইনালঃ- আর্জেন্টিনা।কী অসাধারণ একটি জার্নি ছিল।বর্তমান সময়ের দুই সেরা খেলোয়াড়ের দল পুর্তগাল ও আর্জেন্টিনাকে হারানো, সেই বিশ্বকাপের হট ফেভারিট ফ্রান্সকে হারানো, এবং স্বাগতিক ব্রাজিলকে হারানো এতো সহজ ছিলনা।🥰বর্তমান জার্মানী দলের পারফরম্যান্স আর আগের জার্মানী দলের পারফরম্যান্স দেখলে চোখে জল আসে।আশাকরি ফ্লিকের হাত ধরে আমরা আবার ইতিহাস রচিত করব।💪