ফোনের ব্যাটারি শেষ হয়ে গেলেও অন্য ডিভাইসের মাধ্যমে চালাতে পারবেন হোয়াটসঅ্যাপ চ্যাট। এমনকী ফোনের নেট ব্যালেন্স শেষ হলেও এই কাজে সমস্যা হবে না। নতুন ফিচার অনুযায়ী, একাধিক ডিভাইসকে জুড়তে চলেছে হোয়াটসঅ্যাপ। শুরু হয়ে গিয়েছে তার বিটা টেস্টিং। জল্পনা চলছিল অনেকদিন ধরেই। ‘মাল্টি ডিভাইস অ্যাকসেস টেকনোলজি’ নিয়ে কাজ করছিল হোয়াটসঅ্যাপ। সম্প্রতি সেই কাজে অনেকটাই সাফল্য এল ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের। নতুন প্রযুক্তির বিটা টেস্টিং শুরু করেছে হোয়াটসঅ্যাপ। যার মাধ্যমে আগামী দিনে একসঙ্গে চারটে ‘নন ফোন ডিভাইস’-এ কাজ করার সুযোগ পাবেন গ্রাহক।