ফুটবলে অফসাইড আছে,এটা সবাই জানে…কিন্তু এই অফসাইডের যে ফিফা নির্ধারিত কিছু নিয়ম আছে,এটা কয়জনে জানে??অফসাইডের একটা নিয়ম হলো,এসিস্ট মেকারের বল থ্রু-টাইমিং আর ফিনিশারের রান মেক করার টাইমিং ফলো করা হয়!আর ডি পল যখন বলে কিক দিছে ঠিক সেই সময় ডি মারিয়া কোথায় এটা ফলো করা হয়!ডি মারিয়া বল কোথায় রিসিভ করছে এটা ডাজেন্ট ম্যাটার…সো এটা ক্লিয়ার গোল!…কিন্তু কিছু (***)তো এটাকে রেফারির গাফলোতি,বেইমানিও বলে ফেলছে!আরে যদি, অফসাইডই হইতো,গোলটার পর ব্রাজিল প্লেয়াররা কোনো আবেদন করলো না কেন?ওদের দেখছেন চিল্লাইতে,যে অফসাইড?এমনকি কোচ তিতেও নির্বাক!কারণ ওরা অফসাইড বোঝে!