পৃথিবীতে এখনও কিছু ভালো মানুষ আছেন…কাল দুপুরে হঠাৎ মেয়ে খবর দিল Mr. Albert আমাদের বাগানে গাছ লাগাচ্ছেন!!.. দৌড়ে বাইরে গিয়ে দেখি দুপুরের ওই খটখটে রোদের (৩৫ ডিগ্রি) মধ্যে আমাদের গাছপ্রেমী (গাছপাগল) প্রতিবেশী মনের আনন্দ আমাদের বাগানে গাছ লাগাচ্ছেন.. আমাকে দেখে একগাল হেসে বললেন বাগানের এদিকটা ফাঁকা লাগছিল, একটা গাছ লাগিয়ে দিলাম..আজ সকালে উঠে আমরা আরও অবাক.. পর পর সারি দিয়ে গাছ লাগানো হয়ে গেছে!!.. আবারও হাসি মুখে কফি খেতে খেতে আমার ৭০ বছরের যুবক প্রতিবেশী জানালেন তিনি ভোর ৫টার সময় উঠে বাকী গাছগুলো লাগিয়ে ফেলেছেন… কাল নাকি দুপুরে খুব গরম ছিল!! ভাবতেও ভালো লাগে এই রেষারেষি মারামারি করা, হিংসা বর্ণবৈষম্য ভরা পৃথিবীতে এখনও কিছু ভালো মানুষ আছেন যারা আপন করে নিতে জানেন, নিঃস্বার্থে ভালোবাসতে পারেন..সারাজীবন High School এ মাস্টারী করা আমাদের শ্রদ্ধেয় আর মিষ্টি প্রতিবেশী Mr. Albert Noveli এখনও শিখিয়ে চলেছেন কিভাবে একজন ভালো মানুষ হতে হয় 🙏🏽♥️