টি-টুয়েন্টি ক্রিকেটের নাম আসলেই আগে যে দলটির নাম আসে সেটি হলো ওয়েস্ট ইন্ডিজ দল।আর সে দলের ক্রিকেটার ক্রিস্টপার হেনরি গেইল হলো তার মূল কারণ। তিনি একের পর এক রেকর্ড গড়েই চলেছেন তার পছন্দের ফরম্যাট টি-টুয়েন্টি ক্রিকেটে। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৮ বলে ৬৭ রানের একটি অসাধারণ ইনিংস খেলার পথে তিনি একমাত্র ক্রিকেটার হিসেবে ১৪,০০০ রান করেন টি-টুয়েন্টি ক্রিকেটে। অবিশ্বাস্য হলেও সত্য এটিই যে, ক্রিস গেইল ব্যতিত ১১,০০০ রানও কেউ করতে পারেনি। ২য় স্থানে থাকা আরেক ক্যারবিয়ান ক্রিকেটার কাইরন পোলার্ডের রান ১০,৮৩৬ রান।অভিনন্দন মিঃ ইউনিভার্স বস।💜👏🏏🔥💪