~ একটি অতি দুস্প্রাপ্য ফটোগ্রাফ ~ পুরাতন আর নতুন হাওড়া ব্রিজের যুগলবন্দি ছবি, কলিকাতা, ১৯৪৬—পুরাতন আর নতুন হাওড়া ব্রিজের যুগলবন্দি ছবি প্রায় নেই বললেই চলে। সেই দিক থেকে বিচার করতে গেলে এটি একটি দুস্প্রাপ্য ছবি।১৯৪৫ সালে নতুন ক্যান্টিলিভার ব্রিজ চালু হবার পর, পুরানো পনটুন (ভাসমান) ব্রিজের গুরুত্ব হারাতে থাকে। শেষের দিকে শুধুমাত্র পদব্রজে যাবার জন্য এটি ব্যবহার করা হত। তারপর ধীরে ধীরে পনটুন ব্রিজ খুলে ফেলা হয় ।#পুরানো_কলকাতার_চালচিত্র