এই গ্রুপে অনেককেই দেখেছি অনেক wastage গৃহস্থালির জিনিসে গাছ লাগাতে, আজ তাই আমিও apply করলাম. . ….বি:দ্র:- ছবি তোলার পর plug থেকে খুলে নেওয়া হয়েছে আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাই শর্ট সার্কিট হতে পারে বুঝি সেটা , অনেকেই কমেন্ট করেছেন এটা ট্রাই করবো তাদের কাছে অনুরোধ …এই ভাবে ইন্ডোর প্ল্যান্ট ঘরে সাজাতে হলে বাতিল ইলেকট্রিক বোর্ড জোগাড় করে সেটা দেওয়ালে ঝুলিয়ে এইভাবে গাছ লাগাতে পারেন কিন্তু মোটেও Active বোর্ডে এই ভাবে গাছ লাগাবেন না তাহলে বিপদের সম্ভাবনা প্রবল ।