আসসালামু আলাইকুম…সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আমি একজন প্রকৃতি প্রেমি! ছোটবেলা থেকেই এমনটা।যাইহোক…তিন হাজার স্কয়ার ফিট ছাদে আমার বাগান করার প্লান আছে। প্রধানত ফলের গাছ এবং ঔষুধি গাছ বেশি থাকবে। এবং সৌন্দর্য বর্ধনে নানান রকমের ফুলের গাছ তো থাকবেই। .এখন আমার জানার বিষয় হলো এমন সব রকমের গাছ কোথায় অল্পের ভিতরে পেতে পারি।(ঢাকাতে অনেক নার্সারিতে গিয়েছি ,দেখেছি)গ্রুপের অনেকই নার্সারি বা সেল্ফ বাগান থেকে যদি সেল করেন,আমাকে জানাবেন। রুফ গার্ডেনের বিভিন্ন ডিজাইন পছন্দ আছে।তবুও আপনাদের পরামর্শ কাম্য। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।