আলু নিয়ে বেঁধেছে ভীষণ রকম গোল , চারিদিকে হইচই হচ্ছে গন্ডগোল !বাজারে যখন আলু নেই ক্ষতি তাতে কি ?গরম ভাতে দিয়ে দাও একচ্ছিট্টে ঘি !ধ্রুব জ্যোতি মিত্র Potato tree ( আলু গাছ ) এই সুন্দর ফুলের গাছটির নাম Potato tree !!!! পটেটো ট্রি !!! সে তো আলু গাছ ই হলো !! ব্রাজিলের এই গাছের নাম Potato tree হলেও আমরা যে আলু খাই সে গাছ নয় , যদিও এটি আলু পরিবার ভূক্ত একটি মাঝারি উচ্চতার গাছ ! সাধারণত বাগান সাজানোর জন্য ই একে লাগানো হয় , গাছের শাখায় থোকা থোকা বেগুন ফুলের মতো সুন্দর ফুল ফোটে , তবে বেগুন ফুলের থেকে অনেক বড় ! এক ই সাথে বিভিন্ন রং এর ফুল দেখা যায় – প্রথমে সাদা , পরে রং পাল্টে আস্তে আস্তে গোলাপী , শেষে নীল বেগুনী !! গাছের শাখায় থোকা থোকা ফুল গুলো কি যে সুন্দর লাগে দেখতে !!! ছবিতে অতটা সুন্দর নয় !! একে Giant Star Potato Tree নামে ও ডাকা হয় , আর এই আলু গাছের বিজ্ঞান সম্মত নাম – Solanum grandiflorum .

Published by moon DJ studio

https://wbsfda.org/

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started