আর্জেন্টিনা সমর্থকদের কষ্ট বোঝাতে এসো না ! পরপর তিন চারটা আন্তর্জাতিক ফাইনাল মঞ্চ থেকে বিদায় নিয়েছি কতটা যে কষ্ট পেয়েছি তখনই বুঝেছি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি যখন 2014 সালে ফাইনালে গিয়ে একদম বিশ্বকাপ ট্রফির কাছ থেকে চলে এসেছি মেসির সেই কান্নাজনিত চেহারাটা এখনো চোখে ভেসে থাকে আর তোমরা সাধারন এক ম্যাচ হেরে এরকম হতভম্ব হয়ে পড়েছ কোচ সহ ফুটবলারদের গালাগালি করা শুরু করে দিয়েছো?? আরে বোকা 28 বছর এই শিরোপার জন্য লড়াই করেছি অবশেষে সেই অধরা স্বপ্ন পূরণ হলো!! এতে আর্জেন্টিনা সর্মথকরা একটু লাফালাফি করবেই এটা স্বাভাবিক তোমাদের যদি সহ্য না হয় তাহলে ইগ্নোর করো ভাই🤍👏 তার পরেও আজেবাজে কিছু বলবা না প্লিজ!!!!💔💔#VamosArgentina 💚