অতি দুর্লভ বৃক্ষ সরস্বতী চাঁপা বা ঝঙ্কার ফুল (প্রস্তাবিত) বা পারিজাত বা বৃন্দাবনী চাঁপা(বিতর্কিত)যদিও পারিজাত এবং বৃন্দাবন চাঁপা নামে আরো দুইটি আলাদা গাছ রয়েছে।এই গাছটির বাংলা নাম ’সরস্বতী চাঁপা’ হতে পারে কারন শ্বেতশুভ্র মিষ্টি গন্ধযুক্ত এই ফুলটির কাঠ দিয়ে সংগীতের বাদ্যযন্ত্র তৈরি করা হয়।যেহেতু সনাতন ধর্ম মতে সঙ্গীতের দেবী সরস্বতী।সে হিসাবে বৃক্ষটির নাম হয়তো সরস্বতী চাঁপা হয়েছে।আবার এই গাছটির বাংলা নাম ’ঝঙ্কার’ হতে পারে কারণ- এই বৃক্ষের কাঠ দিয়ে সংগীতের জন্য বাদ্যযন্ত্র তৈরি করা হয়।সে হিসাবে ঝঙ্কার নাম টি ও যথার্থ হতে পারে। তবে এই নাম গুলো সম্পর্কে কোথাও কোন রুপ তথ্য বা যুক্তি পাওয়া যায় না। “ওই ঝঞ্ঝার ঝঙ্কারে বাজল ভেরী, বাজল ভেরী।কখন্ আমার খুলবে দুয়ার– নাইকো দেরি, নাইকো দেরি॥”চিরসবুজ, দ্রুতবর্ধনশীল কিছুটা ঝোপালো ধরণের এই বৃক্ষটি পুস্পিত অবস্থায় সহজেই দৃষ্টি আকর্ষণ করে প্রধানত এর সুগন্ধি সাদা ফুলের জন্যে।অতি সুগন্ধ যুক্ত ফুল গুলো বৃক্ষ থেকে ঝুলে থাকা অবস্থায় দেখতে অসাধারণ সুন্দর লাগে।এর অতি তীব্র সুগন্ধ সহজেই বিভিন্ন রকমের প্রজাপতি, মৌমাছি আর নানাবিধ পোকা-মাকড় কে আকৃষ্ট করে।এই গাছের প্রজাতি/species নাম spinosum অর্থ কণ্টকময় বা কাঁটা যুক্ত, বাস্তবে এর কিন্তু কোন কাঁটা নেই! কাঠ হাল্কা এবং বিশেষ গুণসম্পন্ন। তারযুক্ত বাদ্যযন্ত্রে সুর ঝঙ্কার তুলতে এই গাছের কাঠের ব্যবহার সুবিদিত, তাই এর ইংরেজি নাম Fiddlewood. দুর্লভ এই বৃক্ষটি সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য: বাংলা নাম:সরস্বতী চাঁপা,ঝঙ্কার ফুল (প্রস্তাবিত),পারিজাত( বিতর্কিত)), বৃন্দাবনী চাঁপা(বিতর্কিত)ইংরেজি নাম: Fiddlewood, Florida fiddlewood, Spiny fiddlewood. বৈজ্ঞানিক নাম: Citharexylum spinosum (sith-uh-REKS-il-um spy-NO-sum)সাম্প্রতিক সমনাম: Citharexylum quadrangulare, Citharexylum fruticosum. পরিবার: Verbenaceae (ver-be-NAY-see-ee)আদি আবাস: মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা; দক্ষিণ আমেরিকার গিয়ানা, সুরিনাম এবং ভেনিজুয়েলা; মধ্য আমেরিকার পানামা; ক্যারিবিয়ান এলাকার কিউবা এবং বাহামা থেকে ত্রিনিদাদ পর্যন্ত।©Amit Dattaলোকেশন- নিজ ছাদ বাগান (বাংলাদেশ -জামালপুর-ইসলামপুর)

Published by moon DJ studio

https://wbsfda.org/

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started